আজ কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। বাংলা সাহিত্যে তাঁর আবির্ভাব ছিল ধূমকেতুর মতো। অসম্ভব প্রতিভাবান এই কবি অকালে অসুস্থ হয়ে পড়ায় জীবনের প্রায় অর্ধেক সময় বাকশক্তিহীণ হয়ে কাটান। কবির জীবদ্দশায় যারা তাঁকে অত্যন্ত ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ পেয়েছেন, তাদের একজন হলেন তাঁর পুত্রবধু কল্যাণী কাজী। কেমন ছিল অসুস্থ নজরুলের ব্যক্তিগত এবং পারিবারিক জীবন? কিভাবে কাটতো তার সারাদিন? পরিবারের সদস্যদের সাথে, শিশুদের সাথে কেমন সম্পর্ক ছিল তার?
কবির জন্মদিন উপলক্ষ্যে কল্যাণী কাজীর একটি বিশেষ সাক্ষাৎকার নিয়েছেন ভয়েস অফ আমেরিকার আহসানুল হক। এতে কবির জীবন সম্পর্কে অনেক অজানা এবং হৃদয়স্পর্শী তথ্য বেরিয়ে এসেছে।