অ্যাকসেসিবিলিটি লিংক

তদন্ত শেষ হওয়ার আগেই প্রতিবেদন প্রকাশ আপত্তিকর এবং অনৈতিক- বুদ্ধি সাগর লামিছানে


nepal air crash
nepal air crash

নেপালে বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার জন্য পাইলট আবিদ সুলতানকে দায়ী করে প্রকাশিত কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনকে ভিত্তিহীন বলে জানিয়েছে নেপাল সরকারের তদন্ত কমিশন। তদন্ত কমিশনের সদস্য সচিব বুদ্ধি সাগর লামিছানে মঙ্গলবার এক লিখিত বিবৃতিতে বলেছেন ওই দুর্ঘটনাটির তদন্ত এখনো শেষ হয়নি । কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনকে প্রতারনামুলক বলে আখ্যায়িত করে তিনি বলেন তদন্ত শেষ হওয়ার আগেই এই ধরনের প্রতিবেদন প্রকাশ আপত্তিকর এবং অনৈতিক। নেপাল সরকারের তদন্ত কমিশনের প্রতিবেদনের বরাতে পত্রিকাটি এক রিপোর্টে বলেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজটি কাঠমান্ডু বিমান বন্দরে অবতরনের সময় পাইলট আবিদ মানসিকভাবে বিপর্যস্ত ও বেপরোয়া ছিলেন। ওই দুর্ঘটনায় উড়োজাহাজটির ৭১ জন আরোহীর মধ্যে ৫১ জন নিহত হন।

ঢাকা সংবাদদাতা জহুরুল আলম জানাচ্ছেন বিস্তারিত।

please wait

No media source currently available

0:00 0:00:37 0:00

XS
SM
MD
LG