সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর জেনিভায় অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে ভারতের বিরুদ্ধে অভিযোগ করল নেপাল। ভারত মানবাধিকার লঙ্ঘন করছে বলে নেপালের প্রধান মন্ত্রী কেপি শর্মা ওলি এমনই অভিযোগ করেছেন। মূলত ভারত নেপাল সীমান্ত অচলাবস্থা নিয়েই তাঁর এই মন্তব্য বলে জানা গেছে। তিনি বলেন ভারত যুদ্ধের থেকেও অমানবিক আচরন করছে। ভারত নেপাল সীমান্ত বন্ধ রেখে খাদ্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী নেপালে ঢুকতে দিচ্ছে না। প্রতিবেশী দেশের এই ধরনের আচরন যুদ্ধের পরিস্থিতিকেও হার মানিয়ে দিয়েছে। নেপালের সাংবাদিকদের নেপালের প্রধানমন্ত্রী আরো বলেন পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। এমনকী বিকল্প পদ্ধতিও ভাবা হচ্ছে।