রবিবার নেপালের কাঠমুন্ডু এলাকা, ৬.৭ মাত্রার ভূমিকম্প পরবর্তী কম্পনে কেপে উঠে। এর একদিন আগে ভয়াবহ এক ভূমিকম্পে ২২০০র বেশী মানুষ প্রাণ হারায় এবং বাড়ি ঘর ধ্বংশস্তুপে পরিণত হয়।
যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের দুর্যোগ ব্যবস্থাপনা দল, সন্ধান, উদ্ধার ও পুনরুদ্ধার প্রচেষ্টায় সাহায্য করার জন্য উদ্ধারকর্মীদের মোতায়েন করছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরীপ (USGS) এর সূত্রে বলা হয়েছে এই শক্তিশালী ভূকম্পন ছিল শনিবারের ভূমিকম্পের পর অন্তত ১৮টি পরবর্তী কম্পনের একটি। এই ভুমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল রাজধানীর ৬৫ কিলোমিটার পুর্বে। সর্বসাম্প্রতিকতম ভূমিকম্পের প্রভাব সম্পর্কে এখনও কিছু ঘোষণা করা হয়নি।