নেপালে বিধ্বস্ত ইউএস-বাংলার উড়োজাহাজে থাকা ৩৬ জন বাংলাদেশীর মধ্যে যারা হতাহত হয়েছেন তাদের সবশেষ অবস্থা জানাতে নেপালের Windmill Advantage ltd এ Head of Stategy and Business Development পদে কর্মরত আশিক কাঞ্চনের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাওহীদুল ইসলাম।