অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত নেপালের অনেক কিছুই আত্মসাৎ করে নিয়েছে-কে পি শর্মা অলি


নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি এখন নতুন একটা দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, শ্রী রামচন্দ্র আদতে নেপালি ছিলেন, তাঁর জন্ম অযোধ্যায় হয়নি, হয়েছে নেপালের বীরগঞ্জ এর কাছে একটি গ্রামে। গতকাল উনবিংশ শতাব্দীর বিখ্যাত নেপালি কবি ভানুভক্ত আচার্যের জন্ম দিবস উপলক্ষে বক্তৃতা দিচ্ছিলেন অলি। ভানুভক্ত নেপালি ভাষায় রামায়ণ অনুবাদ করেছিলেন, তাঁর কথা বলতে গিয়ে নেপালের প্রধানমন্ত্রী বলেন, ভারত নেপালের অনেক কিছুই আত্মসাৎ করে নিয়েছে, এমনকি স্বয়ং রামচন্দ্র, যাঁকে ভারতীয়রা ভগবান বলে মানে, তিনি যে আসলে নেপালি ছিলেন সেটা ভারত চেপে রেখেছে বহুদিন ধরে। অলির দাবি, ভারতে প্রচলিত রয়েছে যে উত্তরপ্রদেশের অযোধ্যায় রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু আদতে তা নয়, এমনকি সীতাও ওখানকার নয়। রাম, সীতা, লক্ষ্মণ, প্রত্যেকেই নেপালের মানুষ। বিজেপি ও কংগ্রেস নেপালের প্রধানমন্ত্রীর এই দাবি নস্যাৎ করে দিয়ে সেটাকে হাস্যকর বলে অভিহিত করেছে। বিজেপি বলেছে, অলি কমিউনিস্ট পার্টির সদস্য, ওদের এইসব কথা বলতে হয়। তবে ভারতে যেমন কমিউনিস্টদের সবাই প্রত্যাখ্যান করেছে, অচিরেই অলি ও তাঁর দলকেও তেমন নেপাল প্রত্যাখ্যান করবে। কংগ্রেসের অভিষেক মনু সিংহভি বলেছেন, এটা হাস্যকর। মনে হচ্ছে ওলির মাথাটা গেছে, তা না হলে এমন কথা একটা দেশের প্রধানমন্ত্রী বলতে পারেন? সিংহভির মতে, আসলে চীনের অঙ্গুলিহেলনে নেপাল চলছে এবং চীন বলছে সবসময়ই ভারত বিরোধী কোনো না কোনো কাজে বা কথায় ভারতকে ব্যতিব্যস্ত রাখতে। অলি সেটাই করে যাচ্ছেন

please wait

No media source currently available

0:00 0:01:38 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG