অ্যাকসেসিবিলিটি লিংক

কি রহস্য লুকিয়ে থাকতে পারে নেতাজী ফাইলগুলিতে?


শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের কাছে থাকা নেতাজী বিষয়ক গোপন ৬৪টি ফাইল প্রকাশ করে দেওয়া হল বটে, কিন্তু এতগুলি ফাইলের ১২,৭৪৪টি পৃষ্ঠা পড়ে উঠতে সময় লাগবে। তবু প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ১৯৪৫ সালের অগস্ট মাসে ফরমোজার তাইহোকুতে নেতাজীর মৃত্যুর খবর নিয়ে সন্দেহ ছিল এমনকি মার্কিন ও ইংরেজ গোয়েন্দা কর্তাদের মনেও। আবার, ওই তারিখের পরে নেতাজী বেঁচে ছিলেন, এমন নিশ্চিত তথ্যও গোপন ফাইলগুলি থেকে পাওয়া যাচ্ছে না। ভারতের বহু মানুষ অবশ্য বিমান দুর্ঘটনার তত্বে বিশ্বাস করেন না। ১৯৭০ দশকের গোড়ার দিক পর্যন্ত কেন গোয়েন্দাগিরি চলেছিল নেতাজীর পরিবারের বিভিন্ন সদস্যের ওপর, সে রহস্যও উদ্ঘাটিত হয় নি এই ফাইলগুলি থেকে। তবে এ বার কেন্দ্রীয় সরকারের জিম্মায় থাকা অন্তত ১৫০টি গোপন ফাইল প্রকাশ্যে আনবার জন্য চাপ বাড়বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর। কি এমন রহস্য লুকিয়ে থাকতে পারে এই ফাইলগুলিতে যা আজও গোপন রাখতে চায় ভারত সরকার?

please wait

No media source currently available

0:00 0:00:44 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG