নিউ জিল্যান্ডে শুক্রবার দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় অন্তত ৪৯ জন প্রাণ হারিয়েছেন এবং ২০ জনেরও বেশি গুরুতর ভাবে আহত হয়েছেন। কর্তৃপক্ষ ৪ জনকে আটক করেছে। এর মধ্যে ৩জন পুরুষ এবং ১জন মহিলা রয়েছেন।
নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা আর্ডেন বলেছেন, নিরাপত্তা জনিত নজরদারী তালিকায় আক্রমণকারীদের নাম ছিল না।
পুলিশ কমিশনার মাইক বুশ জানিয়েছেন, ঐ আক্রমণের সংগে জড়িত একজনের বিরুদ্ধে হত্যা অভিযোগ করা হয়েছে এবং শনিবার সকালে সন্দেহভাজনকে আদালতে হাজির করা হবে। তবে পুলিশ কমিশনার বুশ অবশ্য সন্দেহভাজনের নাম জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।
নিউজিল্যান্ড টেলিভিশন টিভিএনজি বন্দুকধারীকে ২৮ বছর বয়সী ব্রেনটন ্টেরেন্ট বলে সনাক্ত করেছে। পুলিশ জানিয়েছে, তারা আরও দু”জনের সন্ধান করছে তবে এখনও কোন সংগঠনের কাছ থেকে ঐ দুই ব্যক্তি সম্পর্কে কোন রকম তথ্য পাননি।
ক্রাইস্ট চার্চ এলাকায় আল-নূর মসজিদে ৪১ জন এবং কাছেই লিনউড মসজিদে হামলায় ৭জন প্রাণ হারান।
নিউ জিল্যান্ড সফররত বাংলাদেশী ক্রিকেটাররা সামান্যর জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।