অ্যাকসেসিবিলিটি লিংক

গুলির ঘটনায় নিহত ২৬ জনের দাফন সম্পন্ন 


নিউ জিল্যান্ডের ক্রাইষ্টচার্চ এলাকার মসজিদে গুলির ঘটনায় নিহতদের মাঝে ২৬ জনের অন্ত্যেষ্টিক্রিয়ায় আজ শুক্রবার হাজার হাজার মানুষ শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হন। গত শুক্রবার গুলির ঘটনায় যে ৫০ জন প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে ২৬ জনকে আজ দাফন করা হয়---সবচাইতে কম বয়সী ৩বছরের এক শিশুকে সমাহিত করা হয়।

এর আগে ক্রাইষ্টচার্চ এলাকার যে মসজিদে নৃশংস হত্যাকাণ্ড ঘটে সেখানে হাজার হাজার মানুষকে উদ্দেশ্য করে ইমাম গালিম ফোউদা বলেন "আমাদের হৃদয় ভেঙ্গেছে কিন্তু আমরা ভাংব না।” তিনি বলেন, হত্যাকারীর হাত থেকে আমাদের রক্ষা করার জন্য যারা গাড়ী থামিয়ে আমাদের সাহায্য করেছেন আর যারা তাদের বাড়ীর দরজা খুলে দিয়েছেন আমরা সেই প্রতিবেশীদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। ইমাম ফোউদা নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডানসহ হাজার হাজার নারী যে সম্মান জানাতে মাথায় ঘোমটা দেন তা উল্লেখ করে বলেন, “প্রধানমন্ত্রীর এই নেতৃত্ব বিশ্বের জন্য এক আদর্শ দৃষ্টান্ত।”

নিউজিল্যান্ডের মুসলমান সম্প্রদায়ের প্রতি সমর্থন এবং সম্মান জানানোর জন্য দেশব্যাপী শুক্রবার নারীরা মাথা ঢেকে রাখেছেন।

XS
SM
MD
LG