অ্যাকসেসিবিলিটি লিংক

পবিত্র হজ্ব পালন উপলক্ষে সউদী সরকারের স্বাস্থ্য বিধিনিষেধ আরোপ  


সঊদী আরব সরকার এ বছরের হজ্ব পালন উপলক্ষে নুতন স্বাস্থ্য বিধি নিষেধ জারি করেছে I করোনা সঙ্কটের কারণে সউদী আরবের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল,এই আদেশ জারি করেছে I সউদী আরবের হজ্বব্রত পালনের ইতিহাসে এই প্রথম খুব অল্প সংখ্যক লোককে হজ্বব্রত পালনের অনুমতি দেয়া হচ্ছে I

রবিবার জারিকৃত নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে :

প্রতিটি দর্শনীয় স্থানে, সর্বক্ষণ মাস্ক পড়ে থাকতে হবে

সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে

কাবা শরীফকে ধরা বা চুম্বন করা যাবে না

শয়তানের প্রতি পাথর নিক্ষেপের বেলায় আগে থেকে জীবাণুমুক্ত করা পাথর ব্যবহার করতে হবে

একসঙ্গে ৫০জন তীর্থযাত্রী পাথর নিক্ষেপ করতে পারবেন

এবং তাঁবুর জন্য বরাদ্দকৃত ৫০ বর্গমিটারের মধ্যে মাত্র ১০জন তীর্থযাত্রী থাকতে পারবেন I

XS
SM
MD
LG