অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রথম প্রাইমারী ভোটপর্বে রেপাবলিকান দলিয় পদপ্রার্থী হিসেবে মিট রমনি জয়ি হবেন বলে মনে হচ্ছে ।


যুক্তরাষ্ট্রের প্রথম প্রাইমারী ভোটপর্বে রেপাবলিকান দলিয় পদপ্রার্থী হিসেবে মিট রমনি জয়ি হবেন বলে মনে হচ্ছে ।
যুক্তরাষ্ট্রের প্রথম প্রাইমারী ভোটপর্বে রেপাবলিকান দলিয় পদপ্রার্থী হিসেবে মিট রমনি জয়ি হবেন বলে মনে হচ্ছে ।

যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলবর্তী রাজ্য নিউ হ্যাম্পশায়ারের ভোটারের রাজ্যের জিমনেসিয়াম ,চার্চ ও টাউন হলগুলোতে প্রেসিডেণ্ট নির্বাচনের প্রাথমিক পর্ব দেশের প্রথম প্রাইমারী নির্বাচনে ভোট দিয়েছেন । উত্তর পূর্বাঞ্চলের এ রাজ্যটির ভোট কেন্দ্রগুলো সন্ধ্যে পর্যন্ত ভোট কেন্দ্রগুলো খোলা থেকেছে । সর্ব সাম্প্রতিক খবরে বলা হ’চ্ছে ইতিমধ্যেই একটি ভোট কেন্দ্রে ভোটদান পর্ব সম্পন্ন হয়েছে । ক্যানাডা সীমান্তের অদূরবর্তী ডিক্সভিল নচে নিবন্ধীকৃত ভোটার সংখ্যা ৯ জন – তাঁরা রেপাবলিকান পার্টীর এ প্রাইমারী নির্বাচনে মধ্য রাত বা গ্রিনীচমান সময় ৫ ঘন্টার পর পরই ভোট দেন । কর্মকর্তারা বলছেন – ওখানে সাবেক ম্যাসাচুসেটস গভর্ণর মিট রমনি ও চীনে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জন হান্টসম্যান প্রথম অবস্থানের জন্যে সমান সমান সংখ্যায় ভোট পান – দু’জনই পেয়েছেন দু’টি করে ভোট ।

২ হাজার ১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্যে দেশে অনুষ্ঠিত এটাই প্রথম প্রাইমারী ভোটপর্ব এবং জনমত সমিক্ষায় দেখা গিয়েছে – রেপাবলিকান দলিয় পদপ্রার্থী হিসেবে বিপুল সংখ্যায় মিট রমনি এতে জয়ি হবেন বলে মনে হচ্ছে ।

XS
SM
MD
LG