অ্যাকসেসিবিলিটি লিংক

লেবাননে নতুন সরকার গঠিত হলো


লেবাননের সরকার কর্তৃক প্রকাশিত এই ছবিতে, লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন প্রধানমন্ত্রী নজিব মিকাতের সাথে রাষ্ট্রপতি প্রাসাদে সাক্ষাৎ করেন।১০ সেপ্টেম্বর ২০২১।
লেবাননের সরকার কর্তৃক প্রকাশিত এই ছবিতে, লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন প্রধানমন্ত্রী নজিব মিকাতের সাথে রাষ্ট্রপতি প্রাসাদে সাক্ষাৎ করেন।১০ সেপ্টেম্বর ২০২১।

লেবাননের নতুন প্রধানমন্ত্রী, নাজিব মিকাতি শুক্রবার প্রত্যয় ব্যক্ত করে বলেন যে, তিনি তার দেশের অভাবনীয় অর্থনৈতিক বিপর্যয় থামাতে তাঁর ক্ষমতা বলে সবকিছুই করবেনI এক বছরের অধিক সময় পরে বর্তমান সরকার গঠনের ঘোষণা দেবার পর, তিনি বিভাজিত রাজনীতিকদের একত্রে কাজ করার আহ্বান জানানI

লেবাননের অন্যতম ধনী ব্যক্তি,মিকাতি, কান্না চেপে রেখে লেবাননের মায়েদের কথা উল্লেখ করেন, যারা শিশুদের খাওয়াতে পারেন না এবং পিতামাতাদের কথা স্মরণ করেন, যারা অর্থের অভাবে বাচ্চাদের স্কুলে পাঠাতে পারছেন না I

মিকাতি, প্রেসিডেন্ট ভবনে, যেখানে নুতন সরকারের ঘোষণা দেয়া হয়, সাংবাদিকদের জানান, এই পরিস্থিতি সঙ্কটজনক, তবে একত্রিত হয়ে কাজ করলে তার মোকাবিলা করা অসম্ভব কিছু নয় I

এই চুক্তি ১৩ মাসের অচলাবস্থা দূর করেছে, যখন দেশটি চরম অর্থনৈতিক বিশৃঙ্খলা এবং গত বছর দারিদ্রের মুখে পতিত হয়I

২০২০ সালের ৪ঠা আগস্টে বৈরুত নৌবন্দরে বোমা বিস্ফোরণের পর লেবাননে পরিপূর্ণ শক্তিশালী কোন সরকার ছিল না। আর সেই পরিস্থিতি প্রধানমন্ত্রী হাসান দিয়াবের সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেI প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলি সেই থেকে নতুন সরকারের গঠন কি হবে সেই নিয়ে মতানৈক্যে জড়িয়ে পড়ে যে কারণে দেশের অর্থনীতিতে ধ্বস নামেI

প্রেসিডেন্টের দপ্তর এবং পরবর্তীতে মন্ত্রিসভা কাউন্সিলের সেক্রেটারি জেনারেল, মাহমুদ মাকিয়েহ'র তরফ থেকে, ধনী ব্যবসায়ী, মিকাতির নের্তৃত্বে, ২৪ সদস্যের এক নতুন মন্ত্রিসভার কথা ঘোষণা করা হয়েছেI একই রাজনীতিকেরা সেইসব মন্ত্রীদের বেছে নেন, যারা দেশটিকে কয়েক দশক ধরে চালিয়েছে, যাদেরকে অনেকেই দুর্নীতি ও অব্যবস্থাপনার জন্য দায়ি করেছেন, যা পরবর্তীতে দেশের বর্তমান সঙ্কট ডেকে আনে I

XS
SM
MD
LG