অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কতগুলি দেশ, বৃটেনের বিমান উড়ান নিষিদ্ধ করলো 


বৃটেনের দক্ষিণাঞ্চলীয় এলাকায় ভিন্নরূপী ও আগ্রাসী ভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় যে বর্ধিত উত্তেজনা, তার জেরে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কতগুলি দেশ, বৃটেন থেকে বিমান উড়ান নিষিদ্ধ করেছেI ইতালির পররাষ্ট্র দপ্তর রবিবার জানায় যে, রোমেও ঐ একই ধরণের আগ্রাসী ভাইরাসের সন্ধান পাওয়া যায়I

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO জানায়, ডেনমার্কে ৯ জন এবং নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ায় একজন করে অজানা ভাইরাসে আক্রান্ত হয়েছেনI নুতন আবিষ্কৃত ভ্যাকসিন, এই ভিন্নরূপী ভাইরাসের প্রতিরোধী কিনা,বৃটেনের বিজ্ঞানীরা তাই এখন যাচাই করে দেখছেনI

XS
SM
MD
LG