অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে শনিবার সংক্রমণের নুতন রেকর্ড 


প্রথম বারের মতো ভারতে করোনা সংক্রমণের সংখ্যা ৪ লক্ষ ছাড়িয়ে যায়I স্বাস্থ্য দপ্তর, সেই সংখ্যা ৪,০১৯৯৩ বলে জানায়, তবে সেই সংখ্যা আরো অন্তত ৫গুন বেশি হতে পারে বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানাচ্ছেনI যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞ, ড: ফাউচি 'ইন্ডিয়ান এক্সপ্রেস' সংবাদ পত্রের সঙ্গে সাক্ষাৎকারে বলেন, "আপনারা যদি এর ক্ষতি করার ক্ষমতাকে আমল না দেন, তাহলে সমূহ ঝুঁকি ও বিপদের মুখে থাকবেন"Iতিনি তাই, পুরো ভারতজুড়ে লক ডাউনের পরামর্শ দিয়েছেনI

ভারতের নুতন দিল্লির হাসপাতালগুলিতে ৮০ মিনিট ধরে অক্সিজেন ফুরিয়ে গেলে, শনিবার ১৮ জন রোগীর মৃত্যু হয়I অন্য এক খবরে বলা হয় পশ্চিমাঞ্চলীয় ভারতে হাসপাতালের কভিড রোগী ইউনিটে আগুন লাগলে, সেখানেও ১৮ জনের মৃত্যু হয়I কর্তৃপক্ষ গুজরাট প্রদেশের ভারুচে অবস্থিত এই হাসপাতাল থেকে ৩০জন রোগীকে উদ্ধার করতে সমর্থ হনI

ভারত শনিবার, ১৮ বছরের উর্ধে সবাইকে ভ্যাকসিনের আওতায় আনার কথা ঘোষণা দিলেও, বহু স্থানে কোনো ভ্যাকসিন নেই বলে জানানো হয়েছেI তবে শনিবার, রাশিয়া থেকে 'স্পটনিক ভি' ভ্যাকসিনের প্রথম চালান পৌঁছানোতে, সরকার স্বস্তির নিঃশ্বাস ফেলেনI রাশিয়া, ভারতকে ১২ কোটি ৫০ লক্ষ ভ্যাকসিন সরবরাহ করবেI

XS
SM
MD
LG