অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্লোরিডায় একদিনে সংক্রমণের নতুন রেকর্ড


ফ্লোরিডা'র মায়ামি ডেইডে'র কলেজ ক্যাম্পাসে কোভিড-১৯ পরীক্ষার দৃশ্য
২৯শে জুলাই, ২০২১- এপি
ফ্লোরিডা'র মায়ামি ডেইডে'র কলেজ ক্যাম্পাসে কোভিড-১৯ পরীক্ষার দৃশ্য ২৯শে জুলাই, ২০২১- এপি

ফ্লোরিডা, শনিবার রেকর্ড সংখ্যক ২১,৬৮৩ জনের করোনা সংক্রমণের খবর দিয়েছে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র বা CDC-র পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য, ফ্লোরিডা এখন সংক্রমণের জাতীয় কেন্দ্রবিন্দু I কেন্দ্রীয় স্বাস্থ্য পরিসংখ্যান অনুযায়ী ভ্যাকসিন ব্যাপকভাবে সহজলভ্য হওয়ার আগে এই রাজ্যে আগেকার রেকর্ড ছিল জানুয়ারির ৭ তারিখ। ঐদিন ১৯,৩৩৪ জনের সংক্রমণ হয়I

CDC জানায় ফ্লোরিডাতে প্রায় ২ কোটি ১৫ লক্ষ জনগণের বসবাস। যুক্তরাষ্ট্রের নতুন সর্বমোট সংক্রমণের পাঁচ ভাগের এক ভাগ এই রাজ্যে ঘটেছে I রাজ্যের গভর্নর রণ দেসান্তিস অগাস্ট মাসে স্কুলে ফেরত ছাত্রছাত্রীদের জন্য মাস্ক পরিধানের প্রয়োজন নেই বলে শুক্রবার ঘোষণা দেন। একইদিন কর্তৃপক্ষ ১৭,০০০ নতুন সংক্রমণের কথা জানায়I

ফ্লোরিডা রাজ্যের অন্যতম বৃহৎ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা ADVENTHEALTH শুক্রবার জানায়, এই অঞ্চলে কোভিড রোগীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায়, CENTRAL FLORIDA DIVISION জরুরি নয়, এমন রোগীদের শল্যচিকিৎসা করা থেকে বিরত থাকবেI

XS
SM
MD
LG