অ্যাকসেসিবিলিটি লিংক

সিডনি এবং এশীয় প্রশান্তমহাসগারীয় অঞ্চলে নববর্ষের সূচনা


অস্ট্রেলিয়ার পুর্ব উপকুল এবং অন্যান্য প্রশান্ত মহাসগরীয় দেশগুলো প্রথমেই ইংরেজি নববর্ষকে স্বাগত জানানোর সময়ে সিডনির পোতাশ্রয়ে বিশাল আতশবাজির প্রদর্শনী হয়।

প্রায় ১৫ লক্ষ লোক সিডনির পোতাশ্রয়ের পাশে ৬৯ লক্ষ আতশবাজির ফুলঝুরি দেখতে সমবেত হয়। কেউ কেউ কাচে থেকে দেখার জন্যে সারা দিন তাবু খাটিয়ে বসে ছিলেন। অস্ট্রেলিয়ার পোপ তারকা Kylie Minogue বোতাম টিপে বার্ষিক এই উৎসবের যেভাবে উদ্বোধন করলেন সেটি টেলিভিশনে বিশ্বব্যাপী কোটি কোটি দর্শক দেখেছেন।

জাপানেও ঐতিহ্যগত ভাবে বর্ষ শেষের উৎসব এবং ২০১৩ সালের জন্যে প্রার্থনা করতে লক্ষ লক্ষ লোক শিন্টো ধর্মের পবিত্রস্থান ও বৌদ্ধ মন্দিরগুলোতে সমবেত হন।

তা ছাড়া হংকং , জাকার্তা , রেঙ্গুন এবং বিশ্বের অন্যত্র ও বিভিন্ন সময়ে নববর্ষের আগমনীর চূড়ান্ত প্রস্তুতি চলছে।
XS
SM
MD
LG