নিউইয়র্কের টাইমস স্কয়ারে তীব্র শীতের রাতে নববর্ষ উদযাপন করেছেন হাজার হাজার মানুষ। ১৯০৪ সাল থেকে এই ঐতিহ্য বজায় রয়েছে। মি টু আন্দোলনের সূচনাকারী সমাজসেবক টারানা বার্ক বোতাম টিপে বল ড্রপ চালু করেন। ওদিকে লণ্ডনে টেমস নদীর তীরে আতশবাজি এবং বিগ বেন ঘড়ির ঘন্টা বাজিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়। প্যারিস এবং মস্কোতেও আতশবাজির প্রদর্শনী অনুষ্ঠিত হয়।