পাকিস্তানি কর্মকর্তারা বলছেন যে বেশ কিছু সন্ত্রাসী আজ চীন পরিচালিত আরব সাগরের বন্দর নগরী গোয়াডরে একটি ৫ তারকা হোটেলে ঝটিকা আক্রমণ করে অন্তত একজন নিরাপত্তা কর্মিকে হত্যা করেছে ।
বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠি বালুচিস্তান লিবারেশান আর্মি এই ঘটনার দায় স্বীকার করেছে এবং তাদের সামাজিক মাধ্যমে চার জন বন্দুকধারীর ছবি প্রকাশ করে বলেছে এরাই আক্রমণ করেছে।
পাকিস্তানের সামরিক বাহিনী এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে যে তাদেরকে কাবু করার অভিযান অবাহত রয়েছে। অতিথিদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। তবে সন্ত্রাসীদের সিঁড়িতে নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে।
এর আগে বালুচিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী জিয়াউল্লাহ লাঙ্গু এ এফ পিকে ফোনে জানান যে জনা চারেক বন্দুকধারী গোয়াডরের পার্ল কন্টিনেন্টাল হোটেলে প্রবেশ করে এবং গুলি চালানো শুরু করে।
তিনি বলেন হোটেলের অধিকাংশ অতিথিকেই নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে এবং নিরাপত্তা বাহিনী এখন জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে।