অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের ধর্মনিরপেক্ষতার আদর্শ সম্পর্কে আশাবাদী  ড. অনিন্দিতা ঘোষাল


ভারতের সাধারণ নির্বাচনে পর পর দু বার সেখানকার সব চেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেস পার্টির ভরাডুবির পর এখন প্রশ্ন উঠেছে যে কয়েক দশকের মধ্যে বর্তমানে সব চেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলকে কি ভবিষ্যতে পরাস্ত করতে পারবে নেহরু-গান্ধীর বংশপরম্পরার দল, কংগ্রেস পার্টি।

আমরা জানি ভারতের প্রায় ৭২ বছরের ইতিহাসে ৫৫ বছরই শাসন করেছে কংগ্রেস পার্টি । ঐতিহ্যগত ভাবে দলটি ছয় প্রজন্ম ধরে রাজনীতি করছে । ভারতের স্বাধীনতার আগে মতিলাল নেহরু থেকে শুরু করে বর্তমানে রাহুল গান্ধী পর্যন্ত রাজনীতিতে সংযুক্ত থেকেছে নেহরু-গান্ধী পরিবার । এই সম্পৃক্ততা সত্বেও, অনেকেই বলছেন যে রাহুলের দূর্বল নেতৃত্ব এবার কংগ্রেসের এই বিপর্যয়ের প্রধান কারণ। অনেক বিশ্লেষক আবার এ কথাও বলছেন যে কংগ্রেসের ভুলের চাইতে, বিজেপি ‘র সঠিক কৌশল অর্থাৎ জনগণের আকাংখা তুলে ধরার সাফল্যই নির্বাচনের ফলাফলে প্রভাব বিস্তার করেছে । এ নিয়েই কোলকাতার ডায়ামান্ড হার্বার মহিলা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সহকারী অধ্যাপিকা ড অনিন্দিতা ঘোষালের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে টেলিফোনে কথা বলছেন, আনিস আহমেদ।

please wait

No media source currently available

0:00 0:08:37 0:00

XS
SM
MD
LG