অ্যাকসেসিবিলিটি লিংক

স্লোভাকিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে আগ্রহী


স্লোভাকিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে আগ্রহী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী পিটার পেলেগ্রিনির এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন যে আগামী তিন বছরে স্লোভাকিয়া তার সামরিক ব্যয় উন্নীত করে মোট জাতীয় উৎপাদনের ২ শতাংশ করতে চায় এবং যুক্তরাষ্ট্রে প্রস্তুত F-16 জঙ্গি বিমান কিনতে চায়।

গতকাল শুক্রবার হোয়াইট হাউজে তাঁদের বৈঠকের পর এই দুই নেতা বলেন যে যুক্তরাষ্ট্র এবং স্লোভাকিয়া এই সম্পর্ককে আরও সম্প্রসারিত করতে চায় এবং পারস্পরিক লাভজনক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নিজেদের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও নিবিড় করতে চায়।

এর আগে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি বা DCA, নিয়ে ঐ মধ্য ইউরোপীয় প্রজাতন্ত্রে দ্বিমত দেখা দেয়। স্লোভাক পররাষ্ট্র মন্ত্রক বলে যে এ রকম অভিযোগ যে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করলে, স্লোভাকিয়ার সার্বভৌমত্ব ক্ষুন্ন হবে এ ব্যাপারে পর্যাপ্ত জ্ঞানের অভাবই নির্দেশ করে।

তবে স্লোভাকিয়ার কোন কোন মহলে প্রতিবাদ শোনা গেলেও , মধ্য ইউরোপের বেশ কিছু দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

XS
SM
MD
LG