অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানি সামরিক বাহিনী ইসলামি জঙ্গিদের অনুপ্রবেশের ব্যাপারে উৎকন্ঠিত


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিণ্টন , ইসলামাবাদে যুক্তরাস্ট্রের দূতাবাসে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফস এর সঙ্গে একটি সংবাদ সম্মেলনে ভাষণ দিচ্ছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিণ্টন , ইসলামাবাদে যুক্তরাস্ট্রের দূতাবাসে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফস এর সঙ্গে একটি সংবাদ সম্মেলনে ভাষণ দিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের একটি প্রধান সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট বলছে যে পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তারা এ নিয়ে উদ্বিগ্ন যে সামরিক বাহিনীদের ইসলামপন্থিদের অনুপ্রবেশ ঘটেছে , যারা রাস্ট্রের বিরুদ্ধে জঙ্গিদের অভিযানে মদদ যোগাচ্ছে।

শুক্রবার রাতে পত্রিকাটি জানায় যে যুক্তরাস্ট্রের কমান্ডোরা এ মাসের গোড়ার দিকে পাকিস্তানে গোপন হানা দিয়ে আল ক্বায়দা নেতা ওসামা বিন লাদেনকে হত্রা করার পর থেকে এই সব উদ্বেগ বিশেষ গুরুতর হয়ে উঠেছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ইসরঅমাবাদে এক অঘোষিত সফরে গিয়ে , সে দেশের প্রেসিডেন্ট , প্রধানমন্ত্রী এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

তিনি বলেন যে যুক্তরাষ্ট্রের এমন কোন কারণ নেই এটা বিশ্বাস করার যে পাকিস্তান সরকারের সর্বোচ্চ পর্যায়ের কেউ বিন লাদেনের অবস্থান সম্পর্কে জানতেন । তবে ক্লিন্টন বলেন যে পাকিস্তানি নেতারা এখন খোলামেলা ভাবেই বলছেন যে কেউ কোথাও বিন লাদেনকে সমর্থন জানাচ্ছিল এবং পাকিস্তান এ ব্যাপারটি তদন্ত করে দেখছে।

দ্য ওয়াশিংটন পোস্ট আরেও বলছে যে সশস্ত্র বিদ্রোহীরা এ সপ্তায় করাচির নৌ ঘাটিতে যে আক্রমণ চালিয়েছে তাতে , সামরিক বাহিনীতে উগ্রপন্থিদের অনুপ্রবেশে উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে। মনে করা হয় যে ভেতরের সাহায্য ছাড়া ঐ আক্রমণ পরিচালনা সম্ভব নয়।

XS
SM
MD
LG