অ্যাকসেসিবিলিটি লিংক

২০১৯ সালে মসজিদে হামলার ঘটনায় সাহসিকতার জন্য ১০ জনকে সর্বোচ্চ সম্মান জানিয়েছে নিউজিল্যান্ড


ফাইল ছবিতে দেখা যাচ্ছে, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা করা ব্রেন্টন হ্যারিসন ট্যারান্টের সাজা শুনানির পর ক্রাইস্টচার্চ হাইকোর্টের বাইরে মানুষ আব্দুল আজিজকে নিয়ে উল্লাস করছেন। আগস্ট ২৭, ২০২০।
ফাইল ছবিতে দেখা যাচ্ছে, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা করা ব্রেন্টন হ্যারিসন ট্যারান্টের সাজা শুনানির পর ক্রাইস্টচার্চ হাইকোর্টের বাইরে মানুষ আব্দুল আজিজকে নিয়ে উল্লাস করছেন। আগস্ট ২৭, ২০২০।

নিউজিল্যান্ড, আফগানিস্তান থেকে আসা এক ব্যক্তিকে সাহসিকতার জন্য দেশটির সর্বোচ্চ পুরস্কার 'নিউজিল্যান্ড ক্রস' দিয়েছে। তিনি ২০১৯ সালের মার্চে দেশটির ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা করা বন্দুকধারীকে তাড়া করেছিলেন। বন্দুকধারী ব্যক্তিটি দুটি মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যা করেছিল।

নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ শহরে ঐ মসজিদ দুটিতে হামলার ঘটনায় সাহসিকতা দেখানোর জন্য যে ১০ জনকে সম্মান জানানো হয়, আব্দুল আজিজ তাঁদের মধ্যে একজন।

আফগানিস্তান থেকে আসা এই সাবেক শরণার্থী, লিনউড ইসলামিক সেন্টারে গুলি চালানোর পর ঐ বন্দুকধারীর দিকে একটি ক্রেডিট কার্ড মেশিন ছুড়ে দেন। তিনি নিহত নামাজীদের মৃতদেহকে পাশ কাটিয়ে হামলাকারীর দিকে ছুটে যান এবং বন্দুকধারীর ফেলে দেয়া রাইফেল নিয়ে তাকে তাড়া করেন।

রেডিও নিউজিল্যান্ডকে আজিজ বলেন, তার সঙ্গে যারা নামাজ আদায় করছিলেন, তিনি কেবল তাদের রক্ষা করতে চেয়েছিলেন।

নাঈম রশিদ নামের আর একজনকে মরণোত্তর 'নিউজিল্যান্ড ক্রস' দিয়ে সম্মান জানানো হয়েছে। তিনি সেদিন আল নূর মসজিদে নামাজ পড়তে এসেছিলেন এবং ঐ বন্দুকধারীর সঙ্গে সামনাসামনি সংঘাতে নিহত হন।

কর্মকর্তারা বলেছেন যে, রশিদের সাহসিকতাও জীবন রক্ষা করেছিল। তার বিধবা স্ত্রী আমব্রীন নঈম এক বিবৃতিতে জানিয়েছেন, "পুরস্কারটি কেবল তার জন্য নয়, প্রতিটি শান্তিপ্রিয় মানুষের জন্য, যারা ঘৃণার বিরুদ্ধে রুখে দাঁড়ায়"।

দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, ঐ বন্দুকধারীকে গ্রেফতার করা দুই জন পুলিশ কর্মকর্তাসহ সাহসী পুরস্কার প্রাপ্তরা ছিলেন "নি:স্বার্থ এবং অসামান্য”।

XS
SM
MD
LG