অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিলম্ব হওয়ায় গভীর উদ্বেগ মানবাধিকার কমিশনের


রোহিঙ্গা সংকটের এক বছর শীর্ষক এক সংবাদ সম্মেলনে সোমবার বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা জাতীয় মানবাধিকার কমিশন রোহিঙ্গা প্রত্যাবাসনে বিলম্ব হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রেজাউল হক রোহিঙ্গা প্রত্যাবাসন কাজে বাংলাদেশ সরকার যথাযথ অগ্রগতি সাধন করতে না পারায় হতাশা ব্যক্ত করেছেন। মানবাধিকার কমিশন চেয়ারম্যান মিয়ানমার কর্তৃপক্ষের প্রত্যাবাসনে গড়িমসির সমালোচনা করেন এবং রোহিঙ্গারা যাতে স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সাথে নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে পারেন- সে লক্ষ্যে ওই দেশটির উপরে চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন।
এদিকে, অস্ট্রেলীয় সরকারের লিখিত এক বিবৃতিতে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের বিচার দাবি করে, সম্প্রতি মিয়ানমার যে তথ্যানুসন্ধানী মিশন গঠন করেছে তার জন্য মিয়ানমারকে সাধুবাদ জানিয়েছে।

ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00


XS
SM
MD
LG