নিকারাগুয়ায় অবসরভাতা সংস্কার নিয়ে কয়েকদিন ধরে চলা প্রতিবাদ বিক্ষোভে একজন সাংবাদিক সহ অন্তত ১০জন নিহত হন। ওই সাংবাদিক ফেসবুক লাইভ করছিলেন। কয়েকটি মানবাধিকার গ্রুপ বলেছে তাদের হিসেব অনুযায়ী বুধবার, যখন থেকে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়, তখন থেকে এ পর্যন্ত ২৫জন নিহত হয়।
শনিবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে President Daniel Ortega বলেছেন তিনি আলোচনা চালাতে চান যাতে নিকারাগুযার পরিবাররা সন্ত্রাসের সম্মুখীন হবেন না। অবশ্য তিনি শুধু ব্যবসা মহলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে চান।
শনিবার রাতে ক্যারিবীয় উপকূলবর্তী শহর ব্লুফিল্ডসে সাংবাদিক অ্যাঞ্জেল গাহোনা ফেইসবুক লাইভে প্রতিবাদ বিক্ষোভের খবর দিচ্ছিলেন যখন তিনি গুলিবিদ্ধ হন এবং মাটিতে পড়ে যান।
প্রেসিডেন্ট অরটেগা একজন সাবেক গেরিলা সৈনিক। তাঁর ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন তাঁর স্ত্রী রোসারিও মুরিও।