অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র সরকার নিকারাগুয়া থেকে সপরিবারে আমেরিকান কর্মীদের সে দেশ ত্যাগ করার নির্দেশ দিয়েছে


Protests took place Sunday, April 22, 2018, in Managua.
Protests took place Sunday, April 22, 2018, in Managua.

নিকারাগুয়ায় প্রতিবাদ বিক্ষোভের প্রেক্ষিতে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমেরিকান সরকারের কর্মকর্তাদের ও তাদের পরিবারদের ওই দেশ ত্যাগ করার নির্দেশ দিয়েছে।

গত সপ্তাহে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওরটেগা দেশের পেনশান পরিকল্পনাতে কিছু পরিবর্তনের ঘোষণা দেবার পর পরই মারাত্মক আন্দোলন শুরু হয়। পেনশান পরিকল্পনাতে, সামাজিক নিরাপত্তা বা social security তে কর্মীদের অবদান বাড়িয়ে পেনশানের পরিমান কমাতে চেয়েছিলেন প্রেসিডেন্ট ওরটেগা।

আন্দোলনকারীরা প্রতিদিনই ভাংচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট করছে। পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক ভ্রমণ সতর্কতা বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন নিকারাগুয়াতে রাজনৈতিক মিছিল সমাবেশ আন্দোলন চলছে। কিছু আন্দোলন ভয়ঙ্কর রুপ ধারণ করে। রবিবার প্রেসিডেন্ট ওরটেগা সেই পরিকল্পনা বাতিল ঘোষণা করে বলেন এই নৈরাজ্য চলতে দেওয়া যায়না।

কর্মকর্তারা জানিয়েছেন শুক্রবার অন্তত ১০জন নিহত হয়েছে এই আন্দোলনে। কিছু মানবাধিকার সংস্থা বলছে বুধবার থেকে শুরু হওয়া এই সহিংসতায় এ পর্যন্ত ২৫জন নিহত হয়েছে যার মধ্যে একজন ছিলেন সাংবাদিক।

XS
SM
MD
LG