অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট, নিকোলাস সারকোজি'র বিচার শুরু 


ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট, নিকোলাস সারকোজি আজ বিচারের মুখোমুখি হচ্ছেনI একজন জাজকে লোভনীয় চাকুরীর প্রলোভন দেখিয়ে, তার একটি অপরাধ তদন্তে প্রভাব খাটানোর জন্য তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছেI আজ সোমবার তাঁর বিচার শুরু হয়েছেI

আইনজীবীরা জানান, ২০০৭ সালে নির্বাচনী প্রচারণার সময় 'লরিয়েল' গ্রূপের উৎকোচ গ্রহণের তদন্ত সম্পর্কিত তথ্য জানার অনুকূলে, তিনি জাজ, আলবার্ট আজিবার্টকে মোনাকোকে লোভনীয় একটি চাকুরীর প্রস্তাব দিয়েছিলেনI

সারকোজি, ২০০৭ থেকে ২০১২ সাল অব্দি, ফ্রান্সের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেনI তিনি রক্ষণশীলদের মধ্যে এখনো জনপ্রিয় এবং তাঁর বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেনI

XS
SM
MD
LG