নাইজেরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর কানোর একটি মার্কেটে বোমা হামলায় অন্তত ৪ জন নিহত ও ১২ জন আহত হয়েছে।
নাইজেরিয়া পুলিশের মুখপাত্র মাগাজি মুসা মাজিয়া ভয়েস অব আমেরিকাকে জানান শহরের কেনতিন কোয়ারি নামক মার্কেটের পার্কিং লটে দুই নারীর পেতে রাখা বোমার বিস্ফোরণে ঘটনাস্থলেই ৪ জন মারা যান।
হামলায় দায় কেউ স্বিকার না করলেও পুলিশের ধারণা বোকো হারাম এর সঙ্গে জড়িত। কানোতে এর আগে ঐ জঙ্গী গোষ্ঠি বেশ কয়েক দফা বোমা হামলা চালায়।