অ্যাকসেসিবিলিটি লিংক

নাইজেরিয়াতে বহু লোকের প্রাণহানিতে, জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের দুঃখ প্রকাশ 


মানবাধিকার বিষয়ে জাতিসংঘের হাইকমিশনার,মিশেল ব্যাশেলেট, মঙ্গলবার নাইজেরিয়ার রাজধানী,লাগোসে সেনাবাহিনীর অতিমাত্রার বল প্রয়োগে বহু লোকের প্রাণহানিতে গভীর নিন্দা জ্ঞাপন করেছেনI
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, অন্ততঃ ১২জন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন এবং বহু লোক আহত হনI সংস্থাটি জানায়, নিরস্ত্র এসব লোকের হত্যাকান্ডকে 'বিচার বহির্ভুত প্রাণদণ্ড' বলে চিহ্নিত করতে হবেI

মানবাধিকার সংস্থার প্রধান, মিশেল ব্যাশেলেট বলেন,হত্যাকান্ড চালানোর আগে ইচ্ছাবশতঃ টিভি ক্যামেরা ও লাইট অকেজো করে দেবার খবরে তিনি গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহতI তিনি জানান, শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর হামলা ছিল, পূর্ব নির্ধারিত, সমন্বিত ও সু-পরিকল্পিতI তিনি দোষী ব্যক্তিদের শাস্তির দাবি তোলেনI

XS
SM
MD
LG