অ্যাকসেসিবিলিটি লিংক

সংবাদে বলা হোয়েছে নাইজেরিয়ায় স্কুলের ছাত্রীদের অপহরণের দায় স্বীকার করেছে বোকো হারাম


Nigeria's President Goodluck Jonathan arrives for the extraordinary session of the African Union's Assembly of Heads of State and Government on the case of African Relationship with the International Criminal Court (ICC), in Ethiopia's capital Addis Ababa
Nigeria's President Goodluck Jonathan arrives for the extraordinary session of the African Union's Assembly of Heads of State and Government on the case of African Relationship with the International Criminal Court (ICC), in Ethiopia's capital Addis Ababa
গত মাসে নাজেরিয়ার উত্তরাঞ্চলে স্কুলের শত শত ছাত্রীকে যে অপহরণ করা হয়, এক ফরাসী সংবাদ সংস্থার রিপোর্টে বলা হয়েছে উগ্রবাদী দল বোকো হারাম তার দায় স্বীকার করেছে।

এএফপি সংবাদ সংস্থা বলেছে তারা একটি ভিডিও সংগ্রহ করেছে যেটিতে বোকো হারামের নেতা আবু বাকার শেকাউ বলেছেন আমি আপনাদের মেয়েদের অপহরণ করেছি। ভিডিওটি তাৎক্ষনিক জনসাধারনের কাছে প্রকাশ করা হয়নি।স

এপ্রিল মাসের ১৪ তারিখে বোর্নো রাজ্যের চিবক শহরের একটি স্কুল থেকে বন্দুকধারীরা মেয়েদের অপহরণ করে। নাইজেরিয়ার কর্তৃপক্ষ বলেছে কয়েকজন পালাতে পেরেছে কিন্তু এখনও দুশো ছিয়াত্তর জন নিখোঁজ।

রবিবার নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথান শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের মেয়েদের মুক্ত করার লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন।
XS
SM
MD
LG