অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্টের টুইট মুছে ফেলায়, নাইজেরিয়া টুইটার বন্ধ করছে


নাইজেরিয়ার সরকার শুক্রবার জানিয়েছে যে, তারা অনির্দিষ্টকালের জন্য টুইটার বন্ধ করে দিচ্ছে। এসোসিয়েটেড প্রেস জানাচ্ছে তার ঠিক একদিন আগে টুইটার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারির একটি টুইটকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রতি বিতর্কিত মন্তব্য বলে সেখান থেকে মুছে দেয়। এটা ঠিক তাৎক্ষণিক ভাবে বোঝা যায়নি যে কখন থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে কারণ শুক্রবার রাত পর্যন্ত টুইটার ব্যবহারকারীরা সেখানে যেতে পারছিলেন না। অনেকেই বলছেন যে, তারা টুইটারে যেতে ভিপিএন ব্যবহার করবেন।

অন্যরা অবশ্য টুইটার নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের সিদ্ধান্তের ভৎসনা করেন। যে টুইটটি সরিয়ে ফেলা হয় তাতে বায়াফ্রার সমর্থকদের এই বলে হুমকি দেয়া হয়েছিল যে সরকার “তাদের জন্য সেই ভাষাই ব্যবহার করবে যা তারা বোঝে”। তথ্য মন্ত্রী লায় মোহাম্মদ শুক্রবার বলেন যে সরকারী কর্মকর্তারা এই পদক্ষেপ নেন কারণ ঐ প্ল্যাটফর্মটি এমন সব কর্মকান্ডের জন্য ব্যবহার করা হচ্ছিল যা নাইজেরিয়ার কর্পোরেট অস্তিত্বকে খর্ব করছিল। তিনি প্রেসিডেন্টের পোস্ট মুছে ফেলার জন্য টুইটারের সমালোচনা করে বলেন, “নাইজেরিয়ায় টুইটারের মিশন সন্দেহজনক”। তিনি আরও বলেন যে অতীতেও নাইজেরীয় সরকারের বিরুদ্ধে দেয়া উস্কানিমূলক পোস্ট টুইটার অবজ্ঞা করেছে।

XS
SM
MD
LG