অ্যাকসেসিবিলিটি লিংক

নাইজেরিয়ায় সহিংসতা


ক্যামেরুনের কর্মকর্তারা বলছেন, নাইজেরিয়া সীমান্ত অতিক্রম করে হামলা চালিয়ে বোকো হারাম জঙ্গীরা ৬০জনকে অপহরণ করেছে।

সরকারের মুখপাত্র ইসা চিরোমা বলছেন, রোববারের হামলায় ৩জন মারা গেছে, ধ্বংস হয়েছে ৮০টি বাড়িঘর। বোকো হারাম ক্যামেরুনের উত্তরাঞ্চলের গ্রামগুলোতে হামলা চালায়।

রয়টার্স বার্তা সংস্থা একজন উর্ধ্বতন সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, যাদের অপহরণ করা হয়েছে, তাদের বেশিরভাগের বয়স ১০ থেকে ১৫’র ভেতর। চাদ বোকো-হারামের মোকাবিলায় হাজার হাজার সেনা ক্যামেরুনে পাঠানোর ১দিন পরই এই ঘটনা ঘটল।

ক্যামেরুনের সামরিক বাহিনী বলছে, উত্তরে নাইজেরিয়া সীমান্তের সমর-এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে।

XS
SM
MD
LG