অ্যাকসেসিবিলিটি লিংক

নাইজেরিয়ার অপহৃত স্কুল ছাত্রীদের মুক্তির জন্যে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রেসিডেণ্টের নির্দেশ


প্রেসিডেন্ট গুডলাক জনাথন
প্রেসিডেন্ট গুডলাক জনাথন
গত মাসে নাইজেরিয়ায় যে ২শ স্কুল ছাত্রীকে সন্দেহভাজন ইসলামী চরমপন্থীরা অপহরণ করে, তাদের মুক্ত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর জন্য প্রেসিডেন্ট গুডলাক জনাথন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

রোববার এক সংবাদমাধ্যম বার্তায় মিঃ জনাথন অঙ্গীকার করেছেন, যেখানেই সেই মেয়েরা থাকুক, আমরা তাদের ফিরিয়ে আনব।

প্রেসিডেন্ট এই সময়কে কঠিন ও বেদনাদায়ক বলে বর্ণনা করেছেন, এবং অভিভাবক ও স্থানীয় সম্প্রদায়ের কাছে উদ্ধার ততপরতায় সহায়তা করার জন্যে অনুরোধ জানিয়েছেন।

বর্নো রাজ্যে চিবক শহরে বন্দুকধারীরা ১৫ই এপ্রিল হামলা চালিয়ে ছাত্রীদের অপহরণ করে।
অপহৃত ২৭৬ জন মেয়ের মধ্যে প্রায় ৫০ জন পালাতে সক্ষম হয়।

এই অপহরণের জন্যে ইসলামী জঙ্গীবাদী দল বোকো-হারামকে দায়ী করা হচ্ছে। তারা এই অপহরণের দায় স্বীকার করেনি।

স্থানীয় কর্মকর্তারা বলছেন, তাঁরা বিশ্বাস করেন, কয়েকটি মেয়েকে সীমান্তের ওপাড়ে ক্যামেরুন ও চাদে স্থানান্তরিত করা হয়েছে।
XS
SM
MD
LG