সরকারি বাহিনী তালিবানের অগ্রাভিযান থামাতে হিমশিম খেলে, আফগানিস্তানের কর্তৃপক্ষ, দেশের বেশির ভাগ এলাকাজুড়ে শনিবার অনির্দিষ্টকালের জন্য রাত্রিকালীন কারফিউ জারি করেছেI
সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইসলামী বিদ্রোহী গ্ৰুপটি দ্রুত যুদ্ধক্ষেত্রে সফল হয়ে, প্রায় ৩৪টি প্রদেশের রাজধানী ও দেশের রাজধানী কাবুলের কাছে এসে পৌঁছেছেI আফগান স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভয়েস অফ আমেরিকাকে জানান সকল প্রদেশে রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছেI কারফিউ'র আওতায় থাকবে না শুধুমাত্র কাবুল, নানগর্হার ও পাঞ্জশির প্রদেশI
মুখপাত্র আহমেদ জিয়া জিয়া বলেন, সন্ত্রাসী গ্ৰুপটি সাধারণত রাতের শেষ ভাগে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকান্ড চালায় , তাই সহিংসতা এড়াতে জনগণের রাত্রিকালীন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপিত হচ্ছেI
মে মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও জোটবাহিনী প্রত্যাহার শুরু করলে, তালিবান ব্যাপক আগ্রাসী অভিযান শুরু করেI
(রয়টার্স)