অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ায় পন্য পরিবহনকারী চারটি জাহাজ বিশ্বের কোন বন্দরে ভিড়তে পারবে না: জাতিসংঘ


উত্তর কোরিয়া থেকে এবং উত্তর কোরিয়ায়, নিষিদ্ধ দ্রব্য সামগ্রী নিয়ে যাচ্ছিলো এরকম চারটি জাহাজের বিশ্বের কোন বন্দরে ভেড়া নিষিদ্ধ করেছে জাতিসংঘ।

সংযোগ বিচ্ছিন্ন প্রশাসনের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার নজরদারীর দায়িত্বে নিয়োজিত জাতিসংঘ কমিটির প্রধান হিউ গ্রীফিথস এই বন্দরে ভেড়া নিষেধাজ্ঞার কথা ঘোষনা করেন সোমবার দিন নিউইয়র্কের এক অবহিতকরণ সমাবেশে। গ্রীফিথস বলেন, গত বৃহস্পতিবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গেলো আগস্ট মাসে পাশ করা এই প্রস্তাবে উত্তর কোরিয়া থেকে কয়লা, লোহা, সিসা এবং সমুদ্রজাত সামগ্রীর রফতানী নিষিদ্ধ করে উত্তর কোরিয়ার তরফে আন্ত:মহাদেশিয় ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা উৎক্ষেপনের প্রতুত্তরে। উত্তর কোরিয়ার ষষ্ঠ পারমানবিক পরীক্ষার পর নতুন প্রস্থের বিধিনিষেধ আরোপ করা হয় সেপ্টেম্বরে।

XS
SM
MD
LG