অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়া পরিস্থিতি নিয়ে প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্লার বিশ্লেষন


উত্তর কোরিয়া পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি যিন পিংয়ের মধ্যে টেলিফোনে কথা হয়েছে এবং হোয়াইট হাউস থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ঐ টেলিফোন আলাপকালে দু’পক্ষেই কোরিয় উপদ্বীপকে পরমানু মুক্ত রাখার ব্যাপারে দায়বদ্ধতা ব্যক্ত করা হয়েছে।

ইতোমধ্যে উত্তর কোরিয়ার পরিস্থিতি গূয়াম এবং ঐ এলাকায় তথা গোটা বিশ্বেই বেশ খানিকটা উদ্বেগ চারিয়ে তুলেছে বলে সংবাদ মাধ্যমের খবরাখবর থেকে জানা যাচ্ছে। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সরকার কবীরূদ্দীন কথা বলেন নিউইয়র্ক প্রবাসী প্রবীন সাংবাদিক ও ফ্রিলান্স সংবাদ ভাষ্যকার সৈয়দ মোহাম্মদউল্লার সঙ্গে।

XS
SM
MD
LG