নাগাল্যান্ডের ন্যাশনাল সোসালিষ্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড মুইভা গোষ্ঠীর কেন্দ্রীয় সরকারের কাছে আত্মসমর্পনের পর এবার ত্রিপুরার নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা এন এল এফ টি জঙ্গি গোষ্ঠী আত্মসমর্পন করতে চাইছে। আত্মসমর্পণ নিয়ে এন এল এফ টি সরাসরি কেন্দ্রীয় সরকারের সংগে আলোচনা চালাচ্ছে।
এক সময়কার ত্রিপুরার ত্রাস এন এল এফ টি জঙ্গি গোষ্ঠী বর্তমানে অনেকংশেই দূর্বল হয়ে পড়েছে। এক সময় উত্তর পূর্বাঞ্চলের জঙ্গিদের কাছ থেকে অস্ত্র পেত এন এল এফ টি। সম্প্রতি এন এল এফ টির এক প্রতিনিধি গোপনে কেন্দ্রীয় স্বরাস্ট্র মন্ত্রকের আধিকারিকদের সংগে নয়াদিল্লীতে বৈঠক করেন। রাজ্যকে এড়িয়ে আতসমর্পণ নিয়ে কেন্দ্রীয় সরকারের সংগে বৈঠকে বিরোধিতা করেনি সরকার। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার আগেই জানিয়েছেন....কোনো জঙ্গি গোষ্ঠী কেন্দ্রীয় সরকারের সংগে আলোচনা করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে এই ব্যাপারে কোনো ধরনের আপত্তি নেই রাজ্যের।
এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।