অ্যাকসেসিবিলিটি লিংক

মালয়েশিয়া নিখোঁজ বিমান অনুসন্ধানের জন্য পেন্টাগনের কাছে সহযোগিতা চেয়েছে


মালয়েশিয়া নিখোঁজ বিমানটি পানির নিচে অনুসন্ধানের জন্য আমেরিকার পেন্টাগনের কাছে সহযোগিতা চেয়েছে। পেন্টাগনের একজন মুখপাত্র বলেন, দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী টেলিফোনে কথা বলার সময় ঐ অনুরোধ জানানো হয়। মালয়েশিয়ার নিখোঁজ বিমানের অনুসন্ধান তৎপরতা দ্বিতীয় দিনেও ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলে নিবদ্ধ রয়েছে, যদিও কৃত্রিম উপগ্রহের সাহায্যে তোলা ছবিতে যে দুটো জিনিস দেখে বিমানটির ধ্বংসাবশেষ হতে পারে মনে করা হয়েছিল, এখন ঐ সম্ভাবনা তারা নাকোচ করে দিয়েছে। মালয়েশিয়ান ঐ বিমানের সম্ভাব্য ধ্বংসাবশেষ খোজার কাজে প্রত্যন্ত অঞ্চলে আন্তর্জাতিক প্রচেষ্টায় পাঁচটি বিমান নিয়োজিত রয়েছে। ৮ই মার্চ, ২৩৯ জন যাত্রীসহ বিমানটি নিখোঁজ হয়ে যায়। অষ্টেলিয়া, নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নজরদারী বিমান অনুসন্ধান কাজে নিয়োজিত রয়েছে। মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিসামুদ্দিন হুসেইন বলেন, চীনের বেশ কয়েকটি জাহাজ এবং বিমান তল্লাশী চালিয়ে যাচ্ছে। অনুসন্ধান কাজে জাপান, বৃটেন এবং ফ্রান্সও অতিরিক্ত সহযোগিতা প্রদান করছে, তবে এই কাজ চালাতে আরও সাহায্য সহযোগিতার প্রয়োজন রয়েছে।
XS
SM
MD
LG