অ্যাকসেসিবিলিটি লিংক

মালালা এবং সত্যার্থী নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করলেন


Nobel Peace Prize laureates Malala Yousafzai and Kailash Satyarthi pose with their medals during the Nobel Peace Prize awards ceremony at the City Hall in Oslo, Dec. 10, 2014.
Nobel Peace Prize laureates Malala Yousafzai and Kailash Satyarthi pose with their medals during the Nobel Peace Prize awards ceremony at the City Hall in Oslo, Dec. 10, 2014.

পাকিস্তানের নারী শিক্ষার সক্রিয়কর্মী মালালা ইউসুফজাই এবং ভারতের শিশু অধিকারের সংগ্রামী কৈলাস সত্যার্থী বুধবার নরওয়ের অসলোতে এক অনুষ্ঠানে নোবেল শান্তি পুরস্কার গহণ করেন। তারা ইতিহাস সৃষ্টি করলেন।

১৭ বছর বয়সী মালালা ইতিহাসের সর্বকনিষ্ঠ নোবেলজয়ী এবং সত্যার্থী হচ্ছেন প্রথঠ ভারতে জন্মগ্রহণকারী যিনি নোবেল শান্তি পুরস্কার পেলেন।

মালালা অনুষ্ঠানে বলেন শিশুদের জন্য শুধু মায়া নয়, তাদের সাহায্য করার জন্য কার্যব্যবস্থা গ্রহণের সময় হয়েছে। তিনি বলেন এই যেন শেষ বারের মত আমরা দেখি যে শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

সত্যার্থী যিনি শিশু দাসত্ব অবসানের জন্য কাজ করেছেন বলেন তার লক্ষ্য হচ্ছে প্রতিটি শিশু যেন শিশু হতে পারে সই পরিবেশ থাকে।

তিনি বলেন শিশুদের স্বপ্ন থাকতে না দেওয়ার মত সহিংসতা আর নেই।

শান্তিতে নোবেল জয়ী এই দুইজন তাদের পুরস্কার ১১ লক্ষ ডলার ভাগ করে নেবেন।

XS
SM
MD
LG