তিন বিজ্ঞানী রেইনার ওয়াইস, ব্যারি ব্যরিশ এবং কিপ থর্ন মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করার কাজে তাদের অবদানের জন্য পদার্থবিদ্যায় এ বছরের নোবেল পুরস্কার পেয়েছেন।
রয়াল সুইডিশ অ্যাকাডেমি অফ সাইনসেস আজ মঙ্গলবার তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে।
আলবার্ট আইনস্টাইনের সাধারণ অপেক্ষবাদ তত্ত্বে, মহাকর্ষীয় তরঙ্গের কথা বলা হয়। তবে সম্প্রতি ওই তরঙ্গ লক্ষ করা গেছে।
লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল ওয়েব অভজারভেটরির (লাইগো) এ ক্ষেত্রে যে কাজ করেছে, তাতে এই তিন গবেষক ওয়াইস, ব্যরিশ এবং থর্ন মূখ্য ভুমিকা পালন করেছেন। ২০১৫ সালে LIGO প্রথম মহাকর্ষীয় তরঙ্গ বাস্তবে শনাক্ত করার যুগান্তকারী ঘোষণা দেয়।