অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বিষয়ে জরুরী বৈঠক ডেকেছে


Trump Unbound UN Ambassador
Trump Unbound UN Ambassador

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বিষয়ে আলোচনার জন্য জরুরী বৈঠক ডেকেছে। মঙ্গলবার ওই বৈঠক হবে।

উত্তর কোরিয়া রবিবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। যে অস্বাভাবিক উচ্চতায় তা নিক্ষেপ করা হয় তাতে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এটা হয়ত একটা নতুন ধরনের দু পর্যায়ের তরল জ্বালানির রকেট যেটি ৪৫০০ কিলোমিটার পর্যন্ত দুরত্ব অতিক্রম করতে পারবে।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয় এই পরীক্ষার ফলে, সব দেশের জন্য, উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরও কড়া নিষেধাজ্ঞা আরোপ করার যে সময় হয়েছে তারই একটা সঙ্কেত। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত নিকি হেলি বলেছেন সময় হয়েছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর জবাব দেওয়া।

এর আগে জাপান ও দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার তীব্র সমালোচনা করে। তারা বলেছে উত্তর কোরিয়ার পদক্ষেপ, ওই অঞ্চলের জন্য একটা হুমকি এবং তা উত্তর কোরিয়ার অস্ত্র কার্যক্রম বিষয়ে জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করে।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তার সরকারকে নির্দেশ দিয়েছেন সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার।

XS
SM
MD
LG