অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়া আবারও শক্তিশালী পারমানবিক পরিক্ষা চালালো


উত্তর কোরিয়া শুক্রবার পঞ্চম বারের মত পারমানবিক পরীক্ষা চালায়। পুংগ্যে রি পারমানবিক পরীক্ষা কেন্দ্রের কাছে ঐ পরীক্ষা চালানোর সময় যে ভূগর্ভস্থ কম্পন হয় তার মাত্রা থেকে এই ইংগিত পাওয়া যাচ্ছে যে এপর্যন্ত যতগুলো উৎক্ষেপণ তারা করেছে এটা ছিল সর্ববৃহৎ।


উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন কেসিএনএ থেকে পারমানবিক অস্ত্র গবেষণা ইনিষ্টিটিউটের ডিপিআরকে-র একটি বিবৃতি পাঠ করা হয়, সেখানে তারা সাফল্যের সংগে পারমানবিক অস্ত্র বহন যোগ্য পরীক্ষা সম্পন্ন করা এবং নিউক্লিয়ার ওয়ারহেডটি নানা মাপের ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম বলে জানিয়েছে।


রাষ্ট্রীয় টেলিভিশনে আরও বলা হয় যে উত্তর কোরিয়া হুমকি মোকাবেলায় সক্ষম ও আমেরিকার নিষেধাজ্ঞা এবং শত্রুপক্ষ আমাদেরকে পারমানবিক শক্তিধর দেশ হিসেবে যে স্বীকার করতে চায়না তারই জবাব দেওয়ার জন্য আমরা পারমানবিক পরীক্ষা চালিয়ে থাকি। পিয়ংইয়াং এই পরীক্ষা চালানোর আগে আন্তর্জাতিক সমাজকে অবহিত করেনি।

৯সেপ্টেম্বর উত্তর কোরিয়ার আটষট্টিতম প্রতিষ্ঠা বার্ষিকী এবং এই দিন উপলক্ষে পিয়ংইয়াং অতীতেও পারমানবিক এবং ক্ষেপণাস্ত্র পরিক্ষা চালিয়েছে।

XS
SM
MD
LG