জাপান ও দক্ষিন কোরিয়া, যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে দাবি জানাচ্ছে- উত্তর কোরিয়াকে, মহাকাশে দূর পাল্লার রকেট পাঠানোর পরিকল্পনা বাতিল করতে হবে।
মঙ্গলবার রাতে উত্তর কোরিয়া জাতিসংঘের সংস্থাগুলোকে বিজ্ঞপ্তি মারফত জানান দেয় যে,ফেব্রুয়ারীর আট থেকে পঁচিশ তারিখ মধ্যবর্তী সময়ে তারা,তাদের বর্ননা মোতাবেক,একটি ভূ পর্যবেক্ষন উপগ্রহ মহাকাশে পাঠানোর পরিকল্পনা করছে।
পিয়ংইয়াং, বরাবরেই মতোই বলে এসেছে,রকেট পাঠানোর মতো মহাকাশ কর্মসূচী চালানোর স্বার্বভৌম অধিকার রয়েছে তাদের।তবে, জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে,এ কর্মসূচীকে যুদ্ধংদেহি অভিপ্রায় রুপে অভিহিত করেছেন।
জাপানের জন্যে হূমকিরুপে প্রতিপন্ন হতে পারে উত্তর কোরিয়ার এমোন যে কোনো রকেট গুলির আঘাত হেনে ভূপাতিত করার জন্যে জাপান সরকার সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে আজ বুধবার।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনৈক মূখপাত্র বলেছেন- উত্তর কোরিয়ার এহেন রকেট উৎক্ষেপনের সংবাদ বেজিংকে যারপরনাই চিন্তান্বিত করে তুলেছে।