উত্তর পশ্চিমের শহর কুসং এ উত্তর কোরিয়ার একটি ব্যার্থ ক্ষেপনাস্ত্র পরীক্ষার কথা বলেছেন যুক্তরাষ্ট্র ও দক্ষিন কোরিয়ার সেনা কর্মকর্তারা।
এক বিবৃতিতে North American Aerospace Defense Command (NORAD) এর কর্মকর্তারা বলেছেন বৃহস্পতিবার ভোরের দিকে উত্তর কোরিয়া Musudan নামে মাঝারি আকারের ক্ষমতাসম্পন্ন ক্ষেপনাস্ত্রটি নিক্ষেপ করে। সেটি উৎক্ষেপনের সামান্য পরেই কিছুদূর গিয়ে বন্ধ হয়ে যায়।
জাপানের মন্ত্রীপরিষদের মুখ্য সচিব ইয়োশিহিদে সুগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন তারা ঐ ক্ষেপনাস্ত্র উৎক্ষেপনের বিষয়ে জ্ঞাত এবং উত্তর কোরিয়ার পক্ষ থেকে আরো ক্ষেপনাস্ত্র পরীক্ষার আশংকা করছেন। উত্তর কোরিয়ার এই আচরনের নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
এর একদিন আগে উত্তর কোরিয়ার উস্কানিমূলক কার্যক্রম প্রতিরোধে যুক্তরাষ্ট্র ও দক্ষিন কোরিয়ার মধ্যে নিরাপত্তা কর্মকান্ড আরো শক্তিশালি করার উদ্যোগে দক্ষিন কোরিয়ার সঙ্গে নিরাপত্তা বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী এ্যাশ কার্টার বলেছেন উত্তর কোরিয়ার যে কোনো ধরনের অস্ত্র ব্যাবহারের বিরুদ্ধে কড়া জবাব দেয়া হবে।
যুক্তরাষ্ট্র, দক্ষিন কোরিয়ায় তাদের সামরিক ঘাঁটিতে এবং পারমানবিক ক্ষমতা সম্পন্ন বোম্বার B-1B এবং B-52, , F-22 ফাইটার জেট এবং পারমানবিক শক্তিধর সাবমেরিন স্থায়ীভাবে স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।