উত্তর কোরিয়া যে ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালিয়েছে তাকে যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক না হলেও সীমিত আকারের হুমকী বলে উল্লেখ করেছে প্রতিরক্ষা মন্ত্রনালয়।
পেন্টাগন মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস বলেছেন আমরা এমন কোনো লক্ষণ দেখি নাই যাতে তা যুক্তরাষ্ট্রের জন্য হুমকী মনে হতে পারে। তিনি বলেন মঙ্গলবার পিয়ংইয়ং এর যে ক্ষেপনাস্ত্র পরীক্ষা হয় সেটি ৫ হাজার ৫০০ কিলোমিটার পর্যন্ত লক্ষবস্তুতে আঘাত হানতে পারে অর্থাৎ তা যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিম রাজ্য আলাস্কার কিছু অংশে পৌঁছাতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এক বিবৃতিতে ঐ ক্ষেপনাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে বলেছেন এই পরীক্ষা যুক্তরাষ্ট্র ও এর মিত্র রাষ্ট্রসমূহ এবং গোটা বিশ্বের জন্য বড় হুমকী।