অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়া শক্তিশালী নতুন রকেট ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে


 U.S. Secretary of State Rex Tillerson stands with U.S. Gen. Vincent K. Brooks (third from right), commander of the United Nations Command, Combined Forces Command and United States Forces Korea and deputy Commander of the Combined Force Command General L
U.S. Secretary of State Rex Tillerson stands with U.S. Gen. Vincent K. Brooks (third from right), commander of the United Nations Command, Combined Forces Command and United States Forces Korea and deputy Commander of the Combined Force Command General L

উত্তর কোরিয়া একটি নতুন রকেট ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে। রবিবার দেশের সরকারী সংবাদ সংস্থা KCNA ওই তথ্য জানিয়েছে।

KCNA’র খবরে আরও বলা হযেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন পরীক্ষা সফল হয়েছে এবং তিনি বিশেষ ভাবে বলেছেন আমরা আজ যে যুগান্তকারী সাফল্য অর্জন করেছি তা যে কত গুরুত্বপূর্ণ, পৃথিবী সেটা শীঘ্রই দেখবে।

একই অঞ্চল থেকে পিয়ংইয়ং ২০১৬ সালের ফেব্রুয়ারী মাসে মহাকাশে কৃত্রিম উপগ্রহ নিক্ষেপ করে এবং তার জন্য ব্যবহার করে নিষিদ্ধ আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র প্রযুক্তি।

XS
SM
MD
LG