“আমরা আপনাদের শত্রু নই” যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উত্তর কোরিয়ার প্রতি এই বার্তা দেয়া হয়েছে। একই সাথে হোয়াইট হাউজের পক্ষ থেকে উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র পরীক্ষা ও পারমানবিক কর্মসূচী বন্ধ করার কথাও কড়া ভাষায় বলা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক প্রেস ব্রিফিংএ পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন যুক্তরাষ্ট্র কোরিয়ার সরকার পরিবর্তনের বিষয়ে চিন্তিত নয়, যুক্তরাষ্ট্র চায়না কোরিয়ার একীকরন; কিন্তু আমরা এও চাইনা যে আমাদের সেনাবাহিনী উত্তর কোরিয়া অভিমুখে অভিযানে যাক।
তিনি উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্রের জন্য অগ্রহনযোগ্য হুমকী উল্লেখ করে বলেন, “আমরা আশা করি কোনো এক সময় তারা বুঝতে শুরু করবে যে আমরা তাদের সঙ্গে বসে আলোচনা করে সমস্যার সমাধান করতে চাই”।