অ্যাকসেসিবিলিটি লিংক

কিমের সঙ্গে বৈঠক, কোরীয় উপদ্বীপে সৈন্যমুক্ত এলাকায় হওয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার এই ইঙ্গিত দেন যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এর সঙ্গে পরিকল্পিত বৈঠক অনুষ্ঠিত হবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সৈন্যমুক্ত এলাকায়।

ট্রাম্প টুইটারে লিখেছেন বৈঠকের জন্য বহু দেশের কথাই বিবেচনা করা হচ্ছে। কিন্তু তৃতীয় কোন দেশের চাইতে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তে, ফ্রিডম হাউস টা কী অনেক বেশি স্থায়ী, গুরুত্বপূর্ণ এবং প্রতিনিধিত্বমূলক হবে না? প্রেসিডেন্ট লিখেছেন সেটাই তার প্রশ্ন।

শনিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই ইন এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে কথা বলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, কিমের সঙ্গে পরিকল্পিত বৈঠকের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

আমেরিকার শীর্ষ কয়েকজন নেতা এই আশা ব্যক্ত করেছেন যে কোরীয় উপদ্বীপে কয়েক দশকের বৈরিতা অবসানের সময় ঘনিয়ে আসছে।

XS
SM
MD
LG