অ্যাকসেসিবিলিটি লিংক

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাকম্যাস্টার বলেছেন উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা বাড়ছে


A missile is fired from a naval vessel during the test-firing of a new type of anti-ship cruise missile to be equipped at Korean People's Army (KPA) naval units in this undated photo released by North Korea's Korean Central News Agency (KCNA) in Pyongyang
A missile is fired from a naval vessel during the test-firing of a new type of anti-ship cruise missile to be equipped at Korean People's Army (KPA) naval units in this undated photo released by North Korea's Korean Central News Agency (KCNA) in Pyongyang

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন দরিদ্র কিন্তু পারমাণবিক অস্ত্রে সজ্জিত উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা প্রতিদিন বাড়ছে।

শনিবার এইচ আর ম্যাকম্যাস্টার বলেছেন সশস্ত্র সংঘাত ছাড়াও বিভিন্ন উপায় এই সমস্যা মোকাবেলা করা যায়। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কথা তিনি বলেন যে বেশী সময় নেই কারণ কিম জং উন খুব এগিয়ে গেছেন।

গত সপ্তাহে, পিয়ংইয়ং নতুন ধরণের একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালানোর পর, উত্তর কোরিয়া ঘোষণা করেছে যে তারা এখন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পারমাণবিক বোমাযুক্ত ক্ষেপণাস্ত্রের হামলা চালাতে পারে।

সংবাদ মাধ্যমে বলা হচ্ছে এর পরিপ্রেক্ষিতে পেন্টাগন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে, অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা মোতায়েনের পরিকল্পনা নিয়েছে।

XS
SM
MD
LG