অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র, পিয়ং ইয়ং এর বিরুদ্ধে পাল্টা ব্যাপক সামরিক হামলার হুমকি দিয়েছে


In this photo provided by South Korea Defense Ministry, South Korea's Hyunmoo II ballistic missile is fired during an exercise at an undisclosed location in South Korea, Sept. 4, 2017.
In this photo provided by South Korea Defense Ministry, South Korea's Hyunmoo II ballistic missile is fired during an exercise at an undisclosed location in South Korea, Sept. 4, 2017.

সোমবার এক সামরিক মহড়ায়, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জাপান সাগরে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার স্থাপনায় হামলার মহড়া দেওয়া হয়।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ পরে জরুরী বৈঠকের জন্য যখন প্রস্তুতি নিচ্ছে তখন ওই মহড়া হল। নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিষয়ে আলোচনা করবে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের এক মুখপাত্র, সাংবাদিকদের বলেছেন, প্রেসিডেন্ট মুন জাই ইন এবং জাপানের প্রধান মন্ত্রী শিনজো আবে, এক টেলিফোন সংলাপে এ বিষয়ে একমত হয়েছেন যে উত্তর কোরিয়াকে এখন আরও কড়া নতুন নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তারা বেজিং এ উত্তর কোরিয়ার দূতাবাসে পারমাণবিক পরীক্ষার বিষয়ে প্রতিবাদ জানিয়েছে।

রবিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সতর্কবানীর পুনরাবৃত্তি করে বলেন, উত্তর কোরিয়া যদি যুক্তরাষ্ট্র, তাদের নিয়ন্ত্রিত অঞ্চল গুয়াম বা আমেরিকার মিত্রদের হুমকি দেয় তাহলে তারা ব্যাপক সামরিক আক্রমণ আশা করতে পারে।

XS
SM
MD
LG