অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা প্রস্তাব আটকে দিয়েছে রাশিয়া


উত্তর কোরিয়ার সবশেষ ক্ষেপনাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে করা যুক্তরাষ্ট্রের এক খসড়া প্রস্তাব আটকে দিয়েছে রাশিয়া।

ঐ প্রস্তাবে বলা হয় উত্তর কোরিয়ার অবৈধ ক্ষেপনাস্ত্র পরীক্ষা তাদেরকে পরামানূ আস্ত্রের দিকে ধাবিত করছে এবং ঐ অঞ্চলসহ অন্যান্যদের জন্যও তা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

নিরাপত্তা পরিষদকে অনুরোধ জানানো হয়েছে উত্তর কোরিয়া নিরাপত্তা পরিষদের যেসব আইল লংঘন করছে তার জন্যে যেনো ব্যাবস্থা নেয়া হয় এবং উত্তর কোরিয়াকে সকল আইন মেনে চলতে যেনো বাধ্য করানো হয়।

রাশিয়া কেনো এই প্রস্তাব আটকে দিয়েছে তা পরিস্কার নয়। গত ফেব্রুয়ারীতে ক্ষেপনাস্ত্র পরীক্ষার পর এমনই একটি প্রস্তাব উত্তর কোরিয়ার বিরুদ্ধে নেয়া হয়েছিল। তখন সেটি অনুমোদন করছিল রাশিয়া।

আগামী সপ্তাহে উত্তর কোরিয়া বিষয়ে নিরাপত্তা পরিষদের এক বৈঠকে সভাপতিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। জাতিসংঘ মহাসচিব এ্যান্টনিও গুটিরেজ বক্তব্য রাখবেন।

XS
SM
MD
LG